কমলগঞ্জে রাস্তায় গাছ ফেলে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ৯:০৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভিতরের রাস্তায় গাছ ফেলে একমাসের ব্যবধানে আবারো সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাত সোয়া ১২টায় এ ঘটনাটি ঘটেছে।
এ ছাড়াও ১৬ জুন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআই চা-বাগানের বেলতলী নামক এলাকার সড়কে ডাকাতির শিকার হয়েছেন যাত্রীরা।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মুজিব টিলা নামক স্থানে ১৫-১৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার পাশ থেকে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে একটি ডায়না (ঢাকা মেট্রো ১৯-৩৬৭৪) গাড়ি আটকানোর চেষ্টাকালে গাড়ির ড্রাইভার আব্দুল করিম সাহসিকতার সাথে গাছের উপর দিয়ে গাড়ী চালিয়ে নিয়ে আসে। এসময় চলন্ত গাড়িতে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে যায়।
ঘটনার সময় বাগমারা ক্যাম্প হতে মোটরসাইকেল যোগে লাউয়াছড়া বিট অফিসে যাওয়ার সময় মামুনুর রশীদ (৫০) ও আনিসুজ্জামানকে গতিরোধ করে লাঠি দিয়ে আঘাত করলে কাঁধে আঘাত পেয়ে মাটি পড়লে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। উক্ত স্থানে কয়েকটি সিএনজি আটক করে।
সিএনজি চালক সাদ্দাম হোসেন, জাকির হোসেন, মইনুদ্দিন, সুমন মিয়া, মামুন মিয়া, সানোয়ার হোসেন বিল্লালকে আটক করে। ডাকাতরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এক মাসের ব্যবধানে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে আবারো ডাকাতির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, সড়কের উপর গাছ ফেলে কতিপয় দৃস্কৃতিকারী ছিনতাইয়ের চেষ্টা করেছে। পুলিশের টের পেয়ে ছিন্তাইকারী পালিয়ে গেছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে দৃস্কৃতিকারীদের ধর অভিযান অব্যাহত রয়েছে।