ঈদুল আজহা উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২২, ৩:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে ময়দানে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
রোববার (১০ জুুলাই)সকাল সাড়ে ৬ টায়,সাড়ে ৭ টায় ও সকাল সাড়ে ৮টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলাম, সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলনা আছাদ আহমদ চৌধুরী।
তৃতীয় জামাতে ইমামতি করেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকিল উদ্দিন, সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।
নামাজে অংশগ্রহণ করেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, পৌর মেয়র মো: ফজলুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং মুসলিমরা। এ ছাড়া জেলার ৭টি উপজেলায় শত শত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।