মৌলভীবাজার টাউন ঈদগাহে তিনটি জামাত অনুষ্ঠিত হবে
প্রকাশিত হয়েছে : ৯ জুলাই ২০২২, ৪:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার পৌরসভার বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২২ খ্রিঃ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তফা ( রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহা এর তিনটি জামাত অনুষ্ঠিত হইবে।
প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করিবেন জেলা জামে মসজিদের খতিব মুফতি মাও: মোঃ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন ধরকাপন জামে ইমাম মসজিদের মাওলনা আছাদ আহমদ চৌধুরী।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন মাওলানা টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মো: আকিল উদ্দিন। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন বায়তুল মনোয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।