শুদ্ধাচার পুরষ্কারের অর্থ মৌলভীবাজারের বন্যা কবলিতদের জন্য দিলেন আইজিপি
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০২২, ১২:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় শুদ্ধাচার পুরস্কারের প্রাপ্ত অর্থ মৌলভীবাজারের বন্যা কবলিতদের জন্য প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এই অর্থ আইজিপির এক মাসের মূল বেতনের সমপরিমাণ।
বুধবার (৬ জুলাই) পুলিশ সদরদপ্তরে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর কাছে এ অর্থ তুলে দেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলার ৫ টি উপজেলা বন্যা কবলিত হয়। তবে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে কুলাউড়া, জুড়ীৎএবং বড়লেখা উপজেলার জনজীবন। এটি বাংলাদেশ পুলিশের সদরদপ্তর ভালভাবেই অবগত হয়। যার কারণে আইজিপি ড. বেনজীর আহমেদ বন্যা কবলিত পানিবন্দি মানুষের জন্য এগিয়ে আসেন।
তিনি বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদ এর মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারবাসী কৃতজ্ঞ এবং সম্মানিত। মৌলভীবাজারের সকল স্তরের জনগণ আইজিপির এ ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
উল্লেখ্য, আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণের মধ্যে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। তখন তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দেন। যার ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার বন্যা কবলিত মানুষ এই উপহার পেলেন।