মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শুরু, বিকেলে নির্বাচন
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০২২, ২:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। নির্বাচন ২০২২-২০২৪ বিকেলে শুরু হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১১ টায় প্রেসক্লাবের মিলনায়তনে সাধারণ সম্পাদক পান্না দত্তের লিখিত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এর পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন সদস্যরা।
অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারিগণের চুড়ান্ত বৈধ প্রার্থীরা হলেন- সভাপতি পদে (১) এম এ সালাম, (২) সরওয়ার আহমদ, সহ-সভাপতি পদে (১) মো. নুরুল ইসলাম শেফুল, (২) অশোক কুমার দাশ, (৩) নজরুল ইসলাম মুহিব, যুগ্ম সম্পাদক পদে (১) সৈয়দ বয়তুল আলী, (২) এস এম মেহেদী হাসান, (৩) মো. মাহবুবুর রহমান (রাহেল), দপ্তর সম্পাদক পদে (১) আফরোজ আহমদ, (২) জনি বেগম, কার্যকরী সদস্য পদে (১) সালেহ এলাহী কুটি, (২) নুরুল ইসলাম, (৩) মামুনূর রশীদ (৪) পার্থ সারথী পাল, (৫) শ. ই. সরকার জবলু (৬) মো. আব্দুল ওয়াদুদ, (৭) শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
সাধারণ সম্পাদক পদসহ বাকি পদগুলোতে একক প্রার্থী রয়েছেন। তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।