মৌলভীবাজারে “অধুনাতন অপারেশন থিয়েটার” এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের বি এন এস বি চক্ষু হাসপাতালে “অধুনাতন অপারেশন থিয়েটার” এবং “রেটিনা ইউনিট” এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) সকালে “আন্ধেরি হিলফি” এর সহযোগিতায় সকালে এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় আরও উপস্থিত ছিলেন বি এন এস বি মৌলভীবাজার এর সিনিয়র সহ-সভাপতি জয়নাল হোসেন, সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ, যুগ্ম-সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম-সম্পাদক এস এম উমেদ আলী। এছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসককে স্মারক সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বি এন এস বি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ।