সুনামগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে শ্রীমঙ্গল সরকারি কলেজ, নগদ অর্থ সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ৬ জুলাই ২০২২, ৭:২৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাদূর্গত ৪টি গ্রামের মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে যুব রেড ক্রিসেন্ট শ্রীমঙ্গল সরকারি কলেজ দল। গত ৪ জুলাই সোমবার উপজেলার পশ্চিম ভবানীপুর, আলখানার পার, খালিকনগর, শেরপুরে ৮০টি পরিবারের কাছে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রভাষক ও বিভাগীয় প্রধান বাংলা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে দিনভর দূর্গত মানুষের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় তাদেরকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শামীম মিয়া, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর মো. ছমির উদ্দিন, শ্রীমঙ্গল কলেজের অফিস সহায়ক আশিকুর রহমান লিটন ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
জানা যায়, সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যার শুরু থেকেই শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানুর সার্বিক দিকনির্দেশনায় কলেজের শিক্ষক, ছাত্র ও অন্যান্য স্টাফরা সাধ্যমত বন্যা কবলিত মানুষের কাছে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করে আসছেন। সর্বশেষ যুব রেড ক্রিসেন্ট শ্রীমঙ্গল কলেজের সদস্যরা ক্যাম্পেইন শুরু করেন। পরবর্তীতে কলেজের সহায়তা নিয়ে এই টিম দূর্গত মানুষের কাছে তা পৌঁছে দেয়।
যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রভাষক ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, পানিবন্দি মানুষজনের দুঃখ-দুর্দশার কোনও সীমা নেই। আসন্ন পবিত্র ঈদুল আযহার আনন্দ সেখানে ফিকে হয়ে গেছে। তাদের মানবেতর জীবনযাপন স্বচক্ষে না দেখে অনুধাবন করা কঠিন। যত মানবিক সহায়তা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় নিতান্ত অপ্রতুল। যুব রেড ক্রিসেন্ট, শ্রীমঙ্গল সরকারি কলেজ দল দিনরাত পরিশ্রম করে অর্থ সংগ্রহ করে তা মানুষের কাছে পৌঁছে দিতে পারায় কিছুটা হলেও খুশি লাগছে।