পর্যটন নগরী শ্রীমঙ্গলে ওয়াটার লিলি রিসোর্টের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোডের উত্তরসুর এলাকায় হাইল হাওরের পাশে দৃষ্টিনন্দন ওয়াটার লিলি রিসোর্ট লিমিটেড যাত্রা শুরু করেছে। সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় ফিতা কেটে এ রিসোর্টের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ রিকাবদার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আজাদুর রহমান আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ডা.আব্দুল আহাদ এবং রিসোর্টের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।
শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাইল হাওরের পাশে ১৫ বিঘা জমি উপর ইকো টাইপের এ রিসোর্টি গড়ে তুলেছেন কয়েকজন উদীয়মান উদ্দ্যোক্তা। এখানে রয়েছে দৃষ্টিনন্দন সুইমিং পুল, রেস্টুরেন্ট, ডাইনিং ও বিশাল পার্কিং স্পেস।
প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ছায়াঘেরা নীল পানির বিশাল সুইমিংপুল আর লেইকে ফোঁটা লাল নীল শাপলা শালুকের জন্য এই রিসোর্ট পর্যটকদের পছন্দের তালিকায় থাকতে পারে। যেখানে রাতের শান্ত পরিবেশ ও হাইল হাওরের দখিনা হাওয়া বেড়াতে আসা পর্যটকদের মনকে মুগ্ধ করে তুলবে।