মৌলভীবাজারের মনু ধলাই ও কুশিয়ারার বর্তমান পরিস্থিতি
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০২২, ১২:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার (৩ জুন) মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এই তথ্য জানিয়েছে।
মনু নদীর রেলওয়ে ব্রিজে বিপৎসীমার ৪৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রেলওয়ে ব্রিজের বিপৎসীমা হচ্ছে ১৭.৫৫
সেন্টিমিটার।
সর্বশেষ আপডেট:
6.pm=12.95 (Last night)
6.am=13.03
6.am=13.03
9.am=13.02
12.pm=13.00
মনু নদীর চাদনীঘাট ব্রিজে বিপৎসীমার ২৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রেলওয়ে ব্রিজের বিপৎসীমা হচ্ছে ১১.৩০ সেন্টিমিটার।
সর্বশেষ আপডেট:
6.pm=8.83 (Last night)
6.am=8.84
9.am=8.85
12.pm=8.86
ধলাই নদীর চাদনীঘাট ব্রিজে বিপৎসীমার ৩৯৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রেলওয়ে ব্রিজের বিপৎসীমা ১৯.৩৫ সেন্টিমিটার।
সর্বশেষ আপডেট:
6.pm=15.65(Last night)
6.am=15.40
9.am=15.39
12.pm=15.37
কুশিয়ারা নদীর শেরপুর ব্রিজে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রেলওয়ে ব্রিজের বিপৎসীমা ৮.৫৫ সেন্টিমিটার।
সর্বশেষ আপডেট:
6.pm=7.95 (Last night)
6.am=7.93
9.am= 7.93
12.pm=7.92