বন্যা কবলিত পানিবন্দি মানুষের পাশে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০২২, ৮:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে বহত্তর শেরপুর, আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া, ভাসানীকান্দি, মিটিপুর, মিঠারাই, পদুনাপুর এলাকায় অসহায় ভানবাসী ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুফতি মোঃ শামছুল ইসলাম, উপাধ্যক্ষ মাওঃ মোঃ আমিনুল ইসলাম, বাংলা প্রভাষক মোঃ বদরুল ইসলাম, আরবি প্রভাষক মাওঃ মোঃ আব্দুল আলীম, ইংরেজি প্রভাষক আসাদ আহমদ, প্রভাষক গ্রন্থাগারিক মাওঃ মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মাওঃ মোঃ সিরাজুল ইসলাম মাসুক, অফিস সহকারী মাওঃ মোঃ আব্দুস শহীদ, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সাবেক ছাত্র মাওঃ মোঃ শফিকুল আলম, মাদরাসার শিক্ষক মাওঃ জুনেদ আহমদ, শহর তালামীযের সভাপতি মাদরাসার ছাত্র আফসার ইবনে রহিম, সদর তালামীযের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন রাফি সহ মাদরাসার শিক্ষার্থীরা।