পানিবন্দি মানুষের পাশে তাহযিব তামাদ্দুন পরিষদ
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০২২, ৮:২৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে তাহযিব তামাদ্দুন পরিষদ।
শুক্রবার (৩০জুন) মৌলভীবাজার এর ঐতিহ্য বাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাহযিব তামাদ্দুন সমাজ কল্যণ পরিষদ পক্ষ থেকে
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার এর জুড়ী এবং বড়লেখা উপজেলার একাধিক গ্রামের ঘরে ঘরে গিয়ে বন্যাপীড়িত ও পানিবন্দী অসহায় ৩০০ পরিবারের মানুষের কাছে জরুরী নিত্য প্রয়োজনীয় খাদ্য সমগ্রী পৌছে দেন তাহযিব তামাদ্দুন এর সদস্যরা সংঘঠনের সভাপতি সৈয়দ ইমরান আহমেদ বলেন বন্যাদুর্গত সহায় সম্বলহীন এসব মানুষের পাশে আমাদের তাহযিব তামাদ্দুন সমাজ কল্যাণ পরিষদ কার্যকর্ম সব সময়ের মত অব্যাহত থাকবে।
আমরা অতিথেও জেলার প্রতিটি দূর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি করুনা মহামারী সময় ও তাহযিব তামাদ্দুন মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে আমি সামর্থ্যবান মানুষদের দুর্গতদের পাশে থাকার ও তাদেরকে সাহায্য সহযোগিতা করার আহবান জানাই।
তিনি বলেন আমরা আমাদের সসদস্য দের পক্ষ হতে মৌলভীবাজার, কয়েক দাপে একাধিক টিমের মাধ্যমে বন্যাদুর্গত অসহায় মানুষের কাছে ৩০০ পেকেট পৌছে জরুরী খাদ্য সমগ্রী পৌছে দিয়েছি আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বন্যা ও বন্যা পরবর্তী সংকট কাটিয়ে উঠবো।
এসময় উপস্থিত ছিলেন তাহযিব তামাদ্দুন এর নির্বাহী কমিটি সদস্য, মাহবুবুর রহমান পলাশ, লুৎফুর রহমান শিপন,শেখ এনামুল হক, নুহ বীন হুসাইন, আব্দুর রহমান খালেদ প্রমুখ।