শ্রীমঙ্গলে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২ জুলাই ২০২২, ৭:২৫ অপরাহ্ণ
সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ২টায় শ্রীমঙ্গল চৌমুহনায় উপজেলার সর্বস্তরের শিক্ষক কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাকিয়ার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলার বেসরকারী শিক্ষক সমিতির সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টচার্য, ভূনবীর দরশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, মৌলভীবাজার প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শিক্ষক রজত শুভ্র চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিপ্লব কান্তি দাশ, কামরুল হাসান, বিমান বর্ধন ও রহিমা বেগম প্রমুখ। এ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বিবেকী তারুণ্য।