বন্যাদুর্গত মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পূর্ণাবাসন তৎপরতা খুবই জরুরী: মাওলানা কাসেমী
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২২, ৬:০৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বন্যাদুর্গত মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পূর্ণাবাসন তৎপরতা খুবই জরুরী বলে মন্তব্য করেছেন মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী।
রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সুনামগঞ্জের দূর্গম হাওরের এলাকা জামালগঞ্জ উপজেলায় লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ শেষে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী বলেন, বন্যা কবলিত সিলেটের ও সুনামগঞ্জের বন্যাদূর্গত এলাকার জনসাধারন সুখে নেই, ত্রাণের জন্য আজ মানুষ হাহাকার করছে। অনেকে টাকা দিয়েও খাবার পাচ্ছে না।
তিনি বলেন, স্বরণকালের ভায়াবহ বন্যার কারনে তাদের ঘর বাড়ী ধ্বংশ হয়ে গেছে অতিসত্তর তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পূর্ণাবাসন তৎপরতা খুবই জরুরী। তাই সরকারকে আহবান করছি দ্রুততম সময়ে বন্যাদূর্গত এলাকার জনগণের অন্ন, বস্র ও বাসস্থানের সুব্যবস্থা করতে হবে।
তিনি ২৫ জুন শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ, মৌলভীবাজার সদর ও পৌর শাখার দায়িত্ব শীল বৃন্দ, এবং সংঘঠনের সূধী ও শুভাকাঙ্ক্ষী দের কাছ থেকে পাপ্ত নগদ অর্থ ও লক্ষাধীক টাকার নিত্য পয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সুনামগঞ্জের দিরাই হয়ে জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর, ভিমখালি, বন্ডা, জামালগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার বানবাসি মানুষের ঘরে ঘরে গিয়ে জরুরী খাদ্য সমগ্রী পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাও হিফজুর রহমান হেলালী, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুর, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব তাওফিকুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী, জনাব ফরিদুজ্জামান, রহমান, সহ বায়তুলমাল সম্পাদক মুফতি আল আমিন আহমদ, সদস্য মুসাদ্দেক আহমদ ফুয়াদ, ছাত্র মজলিস এর সদস্য শামিম আহমদ, আলী আহমদ প্রমুখ।