পদ্মা সেতুর শুভ উদ্বোধন, বানভাসি পরিবারের সাথে জেলা প্রশাসনের আনন্দ ভাগাভাগি
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২২, ১০:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা বন্যা কবলিত থাকায় পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ভিন্ন আয়োজন করেছে জেলা প্রশাসন।
শনিবার বানভাসি পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে বিশেষ উদ্যোগ “দুর্গত মানুষের পাশে আমরা” এর আওতায় ত্রাণ বিতরণ করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দের ভাগীদার। আর তাই মৌলভীবাজার জেলার বানভাসি মানুষদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে জেলার পাঁচটি উপজেলার প্রতি উপজেলায় ৫০০ করে মোট ২৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।