শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
ঢাকা-সিলেট রেল রুটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল উপজেলা ভাড়াউড়া চা বাগানে রেলওয়ে ক্রসিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল জিআরপি পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার পাল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে পরিচয় সনাক্তের জন্য তদন্ত চলছে।