পানিতে তলিয়ে গেছে গ্ৰামের পর গ্ৰাম
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২২, ৬:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ফানাই নদীর বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্ৰাম। এতে করে বন্যার কবলে পড়েছেন অন্তত দশটি গ্ৰামের কয়েক হাজার মানুষ।
কুলাউড়ার লংলা পাহাড়ের উজান থেকে নেমে আসা ঢলের কর্মধার মহিষমারা গ্ৰামের সাবেক চেয়ারম্যান নজিব আলীর বাড়ির পাশে বাঁধ ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে নদীর পানি জনপদে প্রবেশ করতে শুরু করে। প্লাবিত হয়ে যায় ইউনিয়নের বাবনিয়া, মহিষমারা, কর্মধা, বেরী, হাসিমপুর, ভাতাইয়াসহ কয়েকটি গ্রাম। এতে কয়েক হাজার মানুষ এখন পানিবিন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা মাহদি হাসান জানান, ফানাই নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে ডুকছে পানি। এ পানি ছড়িয়ে যেতে পারে রবিরবাজার থেকে কুলাউড়া শহর অবধি। এদিকে ভারতের কৈলাশহর বেয়ে আসা মনু নদীতেও ভারিবর্ষনের ফলে পানি বাড়ছে দ্রুত গতিতে।
কমর্ধা গ্ৰামের তামজিদ আলী জানান, ফানাই নদী অতিরিক্ত পানি হওয়ার কারণে মহিষমারা মেইন রাস্তা ভেঙ্গে মানুষের শত শত জমির ফসল এখন পানির নিচে।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ জানান, বাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে। পানিতে এলাকায় কৃষিজমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ঘরে কম পানি উঠেছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি বা বরাদ্দও দেয়া হয়নি।
তিনি জানান, বাঁধের এ রাস্তাটাই ছিল গ্রামের মানুষ চলাচলের একমাত্র রাস্তা। বর্তমানে কয়েকটি গ্রামের মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ফানাই নদীর বাঁধ ভাঙনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী হাতে রয়েছে। কুলাউড়ার ইউএনওকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।