অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ ও সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে: মাওঃ হাবিবুর রহমান কাসেমী
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২২, ৭:১৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বিজেপির মুখপাত্র কর্তৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রা. এর শানে কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বাদ আছর শহরের পশ্চিম বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজলিস।
মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওঃ হাবিবুর রহমান কাসেমী বলেন, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ ও চলতি সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
তিনি আরো বলেন ভারতে বিজেপি মিডিয়া সেল প্রধান মহানবী সা. ও আম্মাজান আয়েশা রা. সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। আমেরিকা সহ বিভিন্ন মুসলিম দেশ এর প্রতিবাদ করলেও আমাদের দেশের প্রধান এর কোনো প্রতিবাদ করেনি এটা দুঃখজনক। তিনি অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ ও সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন দুঃখের সাথে বলেন আমাদের দেশে মুসলিম সরকার হয়েও নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। যেটা নবী প্রেমিক মুসলিম জনতা ভালোভাবে নিচ্ছে না। সরকার যদি মহানবীর সন্মান রক্ষার জন্য কোনো ভূমিকা না রাখে। তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের ক্ষোভের বহিপ্রকাশ ঘটাবে।
উক্ত বিক্ষোভ বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, সহ সাধারণ সম্পাদক হাকিম মোঃ নিজাম উদ্দীন , জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ আউয়াল, পৌর শাখার বায়তুল মাল সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, সমাজ কল্যান সম্পাদক মাওঃ আবু তাহির, সহ বায়তুল মাল সম্পাদক মুফতী আল আমিন আহমদ ফুয়াদ, সদর উপজেলা শাখার সমাজ কল্যান সম্পাদক মুফতী মাওঃ জোবায়ের আহমদ, সদস্য আব্বাস উদ্দিন, পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মাওঃ শেখ মোঃ আব্দাল, সহ সভাপতি আনিছুজ্জামান সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন প্রমুখ।