টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে হাজারো মানুষ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ১০:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
টানা বৃষ্টিপাতে ভারি বর্ষণের কারণে মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পৌরশহর। মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েকটি গ্ৰাম বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। ডুবে গেছে বসতঘর সবজির জমি।
বৃষ্টির কারণে তলিয়ে গেছে শহরের কুসুমবাগ, পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড, আরামবাগ, দ্বারকসহ বিভিন্ন এলাকা। অতিবৃষ্টির কারণে শহরের জনজীবন অচল হয়ে পড়েছে। প্রধান প্রধান সড়কগুলোতে এখন পানি। বৃষ্টির পানি হাওর গুলোতে জমে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল, কাগাবালা ও খলিলপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্ৰামগুলো পানিতে ডুবে গেছে।
মৌলভীবাজার সদরের আমতৈল গ্রামের বাসিন্দা মৌলা মিয়া বলেন, বৃষ্টির পানিতে তাঁর সবজির বাগান ভেসে গেছে। শিমসহ বিভিন্ন সফল ডুবে গেছে। ঘরের উঠানে পানি। আর কিছু বৃষ্টি হলে ঘরে পানি উঠবে।
কুলাউড়া উপজেলা থেকে সুমন আহমদ বলেন, ভারি বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এলাকাজুড়ে অতি বৃষ্টি ফলে পানি বেড়ে চলছে। জয়চন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এবং কুলাউড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গাজীপুর বৃষ্টি পানি প্রবাহিত হচ্ছে, যত সময় যাচ্ছে পানি তত বাড়ছে।
রাজনগর উপজেলার মাছুম বকস জানাষ, মধ্য রাত থেকে টানা বৃষ্টির কারণে মৌলভীবাজারের রাজনগর বাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এছাড়া কাউয়াদিঘি হাওরের নিম্নাঞ্চল ডুবে গেছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, মৌলভীবাজারের নদীগুলোর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত একদিন প্রায় ১৫ সে.মি পানি বেড়ে গেছে। যদি বৃষ্টিপাত আরো কয়েকদিন হয় তবে হয়তো প্রভাব পড়বে। তবে তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।