বিভাগীয় মেধা তালিকায় প্রথম মুফতি মোঃ রুহুল আমিন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের উত্তর মুলাইম মল্লিক সরাই আলিম মাদরাসার সহকারী মৌলভী মুফতি মোঃ রুহুল আমিন আরবি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কোর্সে এপ্লাস পেয়ে মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছেন। তার এই কৃতীত্বপূর্ণ অর্জনে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক কর্মচারী, গভর্নিং বডি, ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান।
তার হাতে পুরস্কার তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন” নির্বাচিত মাদ্রাসা উন্নয়ন শীর্ষক “প্রকল্পের মাদরাসা সমুহের বিষয় ভিত্তিক শিক্ষক গনের CAPACITY BUILDING এর জন্য আরবি বিষয়ে প্রশিক্ষন কোর্স সিলেটে টি টি কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্টানের ৬০ জন আরবি বিষয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।