দ্রব্যমূল্য কমানো দাবি মৌলভীবাজারে হোটেল শ্রমিকদের
প্রকাশিত হয়েছে : ২ জুন ২০২২, ৬:৩১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, বজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন কার্যকর করার দাবি জানিয়েছে মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
৩১ মে সন্ধ্যা ৬.০০ টায় শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্টিত কর্মীসভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা কালাম মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জামাল মিয়া, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সুহেল আহমেদ সুবেল, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সদস্য শাহিন মিয়া, আলমগীর হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে হোটেল শ্রমিকসহ জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। অথচ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে জনগণের দুর্বিষহ অবস্থাকে উপহাস করেছেন সরকারের মন্ত্রীরা। শ্রমজীবী ও জনগণকে তিনবেলা ডাল-ভাত জুটাতে যেখানে প্রাণাতিপাত করতে হচ্ছে সেখানে সরকারের এক মন্ত্রী বলেছেন ‘মানুষ চাইলে এখন তিন বেলা মাংস খেতে পারে।’