কনকপুর ইউনিয়নে ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৭৬৪ টাকার বাজেট ঘোষনা
প্রকাশিত হয়েছে : ২ জুন ২০২২, ৭:১৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুন ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৭৬৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার ১ জুন কনকপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব মুজাক্কির হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহ বন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহাবুদ্দিন আহমদ শাবুল, শাহ বন্দর যুব সংস্থার পৃষ্ঠপোষক সদস্য ও জেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগ সভাপতি নজমুল হক, বিশিষ্ঠ ব্যবসায়ী পারবেজ আহমদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, শাহ বন্দর যুব সংস্থার সভাপতি সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।
সভায় ২০২২ ২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৭৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শুরুতেই এই বাজেট পেশ করেন কনকপুর ইউনিয়নের সচিব মুজাক্কির হোসেন। চেয়ারম্যান রুবেল উদ্দিন উনার বক্তব্যে বলেন, আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট সরকার থেকে বরাদ্ধ দেওয়া। এর একটা টাকাও এদিক সেদিক হবে না,আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের সার্থে এবং ইউনিয়নের উন্নয়নের জন্যই টাকা গুলা ব্যায় করা হবে। এছাড়াও সরকার থেকে বরাদ্ধকৃত আজকের এই বাজেট ই শেষ নয় আমার ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে ও বিগত দিনের মতো সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে।