শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষার মানোন্নয়নে উপজেলার ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, দাসেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।