মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা শামছুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২, ৬:১৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনোনীত হয়েছেন উত্তর মুলাইম মল্লিক সরাই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনোনীত হন তিনি।
আগামীর অনাগত দিনগুলো যাতে মসৃণ ও সাফল্য মন্ডিত হয়, তার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছেন তিনি।
তিনি বলেন, সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ পাক দীনি শিক্ষা প্রতিষ্ঠানের অর্পিত গুরু দায়িত্ব, যেন সুন্নাতে নববীর আদর্শে, এখলাছের সাথে করার তৌফিক দান করেন।