দুই দিনে শিশুসহ তিন লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দুই দিনে মৌলভীবাজার জেলায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) সকালে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়া নদী থেকে ফজল মিয়া (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, নিহত ফজল মিয়া ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকালে নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। বুধবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন নদী থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
নিহত ফজল মিয়ার চাচাতো ভাই রকিন আলী বলেন, ফজল মিয়া মঙ্গলবার তাদের পুরান বাড়িতে শিরনি খেতে আসেন। সেখান থেকে ফিরে যাওয়ার সময় তিনি নদীতে নামেন। হয়তো এ সময় নদীর স্রোতে তিনি ভেসে যান।
রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মূল ঘটনা জানা যাবে।
এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে দুই শিশু কন্যা মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধায় রহিমপুর এলাকার মিরতিংগা চাবাগানের পাথর টিলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। তারা মিরতিংগা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। সবার অজান্তে বাড়ী থেকে বের হয়ে গিয়েছিল। পরে সন্ধ্যায় ধলাই নদী সংলগ্ন পাহাড়ি কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। দুই শিশু গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে স্থানীয়রা ধারণা করছেন।
মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাঁছার বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।