গিয়াসনগর ইউনিয়নের ৯৫ লাখ টাকার বাজেট দিলেন চেয়ারম্যান টিটু
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৭:১২ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার ইউনিয়নের হল রুমে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাবরিনা রহমান বাঁধন।
অনুষ্ঠানে প্রায় ৯৫ লাখ টাকার প্রাক্কালিক ব্যয় ধরে বাজেট পেশ করেন ইউনিয়নের সচিব মো. নাসির উদ্দিন।
বাজেট সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, ইউপি সদস্য শোয়েব আহমদ, সাইফুল ইসলাম, শামীম আহমদ, মনাই আহমদ, কয়েস আহমেদ প্রমুখ।
বাজেট বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু বলেন ইউনিয়নে কোন গোষ্ঠী প্রথা আর চলবে না।
কার গোষ্ঠী বড় আর কার গোষ্ঠী ছোট সেটা এখন আর বিবেচ্য হবে না।
সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন এলাকার শিক্ষাখাতে অধিক মনোযোগ এবং এলাকার উন্নয়নকে অগ্রগতি অব্যাহত রাখতে কাজ করে যাবেন তিনি।