সুন্দর মিয়ার মৃত্যুতে এম. নাসের রহমানের শোক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহ-সভাপতি বাউরঘড়িয়া গ্রামের বাসিন্দা শাহ মোস্তফা রোডের লেইক ভিউ হাসপাতাল ভবনের স্বত্ত্বাধিকার, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জমির উদ্দিন (সুন্দর মিয়া) সাহেব গত ২১ শে মে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪:০০ ঘটিকায় যুক্তরাজ্যের গীলফোর্ট হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এম.পি এম. নাসের রহমান বলেন মরহুম আলহাজ্ব জমির উদ্দিন (সুন্দর মিয়া) সাহেবের সহিত আমার মরহুম পিতা, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান সাহেবের অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ও বিএনপির নিবেদিত ব্যক্তি ছিলেন এবং আমার সাথেও উনার আত্মিক সম্পর্ক ছিল। উনার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শোক কাটিয়ে উঠার তৌফিক যেন মহান আল্লাহ তায়ালা তাদের দান করেন।