প্রবাসীর বাসায় অগ্নিকান্ড, দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২২, ৮:১০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার পৌর শহরে বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে প্রবাসীর বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে।
বুধবার (১৮ মে)দুপুরে শহরের টিবি হাসপাতাল সড়কের (নুরজাহান ভিলা) সৌদ্দি প্রবাসী মোস্তাকিম মিয়ার বাসায় এ ঘটনাটি ঘটে।
এব্যাপারে পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান বলেন,প্রবাসী মোস্তাকিম মিয়ার বাসার রাস্তা প্রশস্ত না থাকার কারনে যথা সময়ে যথাস্থনে ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছাতে পারে নাই । বিধায় আগুনের ক্ষয়ক্ষতিটা বেড়ে গেছে।
তাৎক্ষনিক খবর পেয়ে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান, কাউন্সিলর পার্থ সারথী পাল ঘটনারস্থল পরিদর্শন করেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা গাড়ি নিয়ে ঘটনা স্থলে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু এসে দেখেন রাস্তা সরু থাকায় কোনভাবে গাড়ি ঢুকেনি। পরে তাদের অগ্নিনির্বাপক পাম্প বহন করে ঘটনা স্থলের কাছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।