মৌলভীবাজার থানার বিশেষ অভিযানে ৪ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২২, ৬:১০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ মে ২০২২) মাননীয় রেঞ্জ ডিআইজি সিলেট মহোদয়ের নির্দেশে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন) এর নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক অভিযানিক টিম থানা এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালানা করে জিআর পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১. বিল্লাল মিয়া, পিতা-মৃত আমরু মিয়া, সাং-জগন্নাথপুর এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী ২. জয়নাল আহমেদ, পিতা-মৃত শফিকুর রহমান, সাং-সাবিয়া, ৩.আব্দুল কাইয়ুম, পিতা-মোঃ আব্দুল কুদ্দুছ, সাং-উত্তর নারাইন পাশা, ৪. অনিল মালাকার, পিতা-মৃত শরধন মালাকার, সাং-বড়কাপন, একাটুনা, সর্ব থানাও জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।