গ্রামগঞ্জের হাটেও ৬ হাজার লিটার মজুদ তেলের সন্ধান
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২২, ৬:০১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
এবার গ্রামগঞ্জের হাটে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার মজুদ তেলের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ মে ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ধোপারহাট বাজার এবং শমসেরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করা হয়।
ডিএনসিআরপি সূত্রে জানান যায়, অভিযানে তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠাকে জরিমানা করা হয়। শ্রীমঙ্গলের ধোপারহাট বাজারে অবস্থিত আগনসি ভেরাইটিজ ষ্টোরকে ৩০ হাজার টাকা, পিন্টু ভেরাইটিজ ষ্টোরকে ৩০ হাজার টাকা, শমসেরগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স মামুন ষ্টেশনারী ও ভেরাইটিজ ষ্টোরকে ৩০ হাজার টাকা, আটঘর এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়াও কৃত্রিম সংকট তৈরি করার কারণে ধোপারহাট বাজারে অবস্থিত আগনসি ভেরাইটিজ ষ্টোর, পিন্টু ভেরাইটিজ স্টোর ও শমসেরগঞ্জ বাজারে অবস্থিত আটঘর এন্টারপ্রাইজকে সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, আজকের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৬ হাজার ৫০ লিটার ঈদের আগের ক্রয়কৃত পূর্বের দামের সয়াবিন তেল পাওয়া যায়। যেগুলো তারা অবৈধ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। মজুদকৃত ৬ হাজার ৫০ লিটার তেল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আটক করা হয় এবং আটককৃত তেলগুলো ক্রেতাদের কাছে ন্যায্য দামে বিক্রি করা হয়।
তিনি আরো জানান, সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে এবং সঠিকভাবে ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলামন থাকবে। আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।