মৌলভীবাজারে ৯ হাজার লিটার তেলের সন্ধান, বডিরেটে বিক্রি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ১০:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের মেসার্স সালাউদ্দিন ষ্টোরে ৯ হাজার ১৬৮ লিটার তেলের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ মে) বিকেলে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন অভিযান পরিচালনা করেন। এসময় মেসার্স সালাউদ্দিন ষ্টোরের তিনটি গুদাম থেকে ৯ হাজার ১৬৮ লিটার ঈদের আগের ক্রয়কৃত পূর্বের দামের সয়াবিন তেল পাওয়া যায়, যেগুলো তারা অবৈধ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, ভোজ্য তেল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও অভিযান পরিচালিত হচ্ছে। মুন্সিবাজারে মজুদকৃত ৯ হাজার ১৬৮ লিটার তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলগুলো খুচরা ব্যবসায়ীরা একজন ক্রেতার কাছে এক বোতল বডিরেটে বিক্রি করবে এবং ক্রেতার নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ করবে। ক্রেতার কাছে যাতে করে বডিরেটে পৌঁছায় সেইটি তলব করা হবে।
তিনি আরো জানান, তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করার দায়ে মো: হোসাইন আহমেদ মুকিত নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে মুন্সিবাজারের হাসপাতাল রোডে অবস্থিত উত্তম ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। আমাদের তদারকি কার্যক্রম চলামন থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়।