কমলগঞ্জে নতুন ইউনও যোগদান
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২২, ৬:০৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন সিফাত উদ্দিন। রবিবার বিকালে নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
সিফাত উদ্দিন ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কমলগঞ্জে যোগদানের পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো।