সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌমুহনায় সয়াবিন তেলের দামসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ৯ মে সোমবার দুপুরে শহরের চৌমুহনা চত্বরে বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় ও জেলা বাসদের সদস্য এডভোকেট আবুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা রাহাত আহমদ, শ্রমিক নেতা লক্ষ্মণ অধিকারী হৃদয়, ছাত্র নেতা জসীম উদ্দীন প্রমুখ।
সমাবেশ থেকে শ্রমিক নেতা রাহাত আহমদ সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যে সরকার দিনের ভোট রাতে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। যারা ব্যবসায়ীদের উপর ভর করে ক্ষমতায় আছে, সে সরকার ব্যবসায়ীদের স্বার্থেই কথা বলবে এবং আগামীতে তারা আরো দাম বৃদ্ধি করবে লুটপাটের স্বার্থে। এই অবৈধ সরকার, লুটপাটকারী সরকার, জনগনের স্বার্থ বিরোধী সরকারকে মোকাবিলা করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।