মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০২২, ৮:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় বিতর্ক সংগঠন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি -এর তিন বছর পূর্তি উপলক্ষ্যে এমডিএস আয়োজন করে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং কম্পিটিশন ৩.০ এবং উপস্থিত কুইজ কম্পিটিশন।
সোমবার (৯ মে) দুপুর ৩ ঘটিকায় মৌলভীবাজার হোয়াইট পর্ল কলেজে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির মডারেটর ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ম্যাটস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাহউদ্দিন, সরকারি মদনমোহন কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক ফখরুল ইসলাম, রাজনগর সরকারি কলেজের প্রভাষক তাসলিমা আক্তার, বিডিবিএল ব্যাংকের মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আশরাফ, মৌলভীবাজার ম্যাটস এর চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ রাশেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যরা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শতশত শিক্ষার্থী।
আজকের আন্তঃ স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন হয় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়-ধ্রুবতারা এবং রানারআপ হয় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়-প্রবাহিনী আন্তঃ কলেজ বিতর্কে চ্যাম্পিয়ন হয় শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং রানারআপ হয় বিএএফ শাহীন কলেজ। পাবলিক স্পিকিং কম্পিটিশনে স্কুল শাখায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যাথাক্রমে বৃষ্টি দেব, তূর্ণা দে এবং সুরাইয়া ফেরদৌস কলেজ শাখায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে সুদিপ্তা পাল, পূজা নাথ কণিকা এবং অনুরাগ রায় । কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে পূর্ণিমা মল্লিক, সুস্মিতা পাল এবং কামিল। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে এমডিএসের তিন বছর পূর্তি উদযাপন করা হয়। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।একইদিন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। শুরুতে আগত অতিথিদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির সভাপতি মোমতাহিন চৌধুরী।
তার বক্তব্য বলেন, আমরা যখন ২০১৯ সাথে বিতর্ক নিয়ে কাজ শুরু করি তখন মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমে বুঝাতে হয়েছে বিতর্ক জিনিসটা আসলে কি, জেলার হাতেগোনা ১/২ টা প্রতিষ্ঠান ছাড়া কোন প্রতিষ্ঠানে কখনও বিতর্ক চর্চা করা হয় না, যে কটা প্রতিষ্ঠানে হয় তাও নিয়মিত না এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য যথোপযুক্তও না।গত তিনবছর এমডিএসের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা লক্ষ্য পূরণে সমর্থ হয়েছি।শুধুমাত্র গত এক বছরে আমরা তিনটা ট্রফি জিতেছি, বিতর্ক কি না জানা এই মৌলভীবাজারকে আমরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বানিয়েছি,অর্জন করেছি জাতীয় বিতর্কে বাংলাদেশের সেরার গৌরব। প্রধান অতিথির বক্তব্যে তিনি মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি’র কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি পরবর্তীতে এসডিএস এর যেকোনো প্রোগ্রামে এমডিএস’কে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন৷
বিশেষ অতিথির বক্তব্যে বিডিবিএল ব্যাংকের মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার জেলা গ্রন্থাগারে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটিকে একটি রুম দেওয়ার দাবী জানান, তাছাড়া বাকি বক্তারা ক্লাবের প্রশংসা করে পরবর্তীতে ক্লাবের সব কাজে সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠিত হয় ২৫ এপ্রিল ২০১৯ ইং। প্রতিষ্ঠালগ্ন থেকে পুরো জেলায় বিতর্ক নিয়ে কাজ করে আসছে৷ এবছর মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির তিনবছর পূর্ণ হয়৷