মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ৭ মে ২০২২, ৩:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি ও মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসহাক আহমেদ চৌধুরী মামনুন কে সদস্য পদে নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
শনিবার (৭ মে) জেলা স্বেচ্ছাসেবকদলের ১ম যুগ্ম সম্পাদক আব্দুল হাই পিপলু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য ইসহাক আহমেদ চৌধুরী মামনুনের নেতৃত্বে শহরস্থ শাহ মোস্তফা কলেজ এর সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। চৌমুহনী পয়েন্ট অতিক্রম করে সাইফুর রহমান সড়কস্হ জুলিয়া শপিং সিটির সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ রহমান, সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, সোয়েব আহমদ, মাহবুব আহমেদ, মাহিন আহমেদ, যুবনেতা ওহাবুর রহমান রুমেল, আরিফুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ, মুত্তাকিন শিপলু প্রমুখ।