ব্রিটেনের স্থানীয় নির্বাচনে মৌলভীবাজারের ১২ জন কাউন্সিলার নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৭ মে ২০২২, ১:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার বাসিন্দা বারো জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী আপন দুই বোন।
তারা হলেন নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার কুলাউড়ার সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, একই বারার বেকটন ওয়ার্ড থেকে জসিমের স্ত্রী সাবেক কাউন্সিলার রহিমা রহমান, ইজলিংটন কাউন্সিল থেকে সাবেক মেয়র মৌলভীবাজার সদর উপজেলার জিলানী চৌধুরী, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে পৌর শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার সন্তান মৌলভীবাজারের খ্যাতিমান শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী, হ্যান্সলো থেকে মুজিবুর রহমান, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপজেলার সন্তান ও বড়লেখার পুত্রবধু সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থেকে শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী জেরিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বাচিত হয়েছেন। কার্ডিফ থেকে পুনঃনির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ ফিরুজের কন্যা বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরী। বাবলিন ও জেসমিন আপন দুই বোন।
এই তথ্য নিশ্চিত করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী।
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্পতিবার (৫ মে) অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিভিন্ন কাউন্সিলে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তবে মেয়র পদে সরাসরি নির্বাচনে কেবল বাঙালিপাড়া টাওয়ার হ্যামলেটসে দুই বাংলাদেশি প্রার্থী লড়াইয়ে আছেন। ফলে সেখানকার নির্বাচনের দিকেই চোখ যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ বাংলাদেশির। টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসের সঙ্গে এবার লড়াইয়ে জিতেছেন সিলেটের সন্তান লুৎফুর রহমান।