ভূমিহীন মসজিদ সৈয়ারপুর শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২২, ৩:৩৯ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভূমিহীন মসজিদ সৈয়ারপুর শাখার ফলাফল ঘোষণা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ এপ্রিল বিকালে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভূমিহীন মসজিদ সৈয়ারপুর শাখার নাজিম মো. হাসান মিয়ার সভাপতিত্বে এবং প্রধান ক্বারী রাজন আহমদের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সিনিয়র সাংবাদিক, সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, প্রবাস জার্নালের নিজস্ব প্রতিবেদক কবি জাবেদ ভুঁইয়া, মসজিদ কমিটির মুতাওয়াল্লি শহিদ মিয়া, ক্বারী আকরাম খান, হাফিজ ক্বারী জুবায়ের আহমদ, ক্বারী মুরাদ আলী, ক্বারী সাইফুল ইসলাম, মসজিদ কমিটির আমানউল্লাহ, শামীম আহমদ, মকবুল আহমদ এবং জহির মিয়া প্রমুখ।