‘হেল্প এন্ড ট্রাস্ট’ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২২, ১০:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
‘হেল্প এন্ড ট্রাস্ট’ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ছিন্নমূল সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক ছিন্নমূল শিশু, বৃদ্ধ রিক্সাচালক, বৃদ্ধ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ পোশাক ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় ।
‘হেল্প এন্ড ট্রাস্ট’র সভাপতি আলতাব রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার মো. আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন, জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন- সুলতান আহমেদ টিপু, ইমাদ হোসেন অর্নব, জুনেদ উদ্দিন , লিপ্পন, তপু,আজমল, সৌরভ, তমাল, মুস্তাকিম, তামজিদ,বাঁধন,রাহি, সানি, নাইম, আনোয়ার, সাব্বির প্রমুখ।