সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল শহরের মামার বাড়ি রেস্টুরেন্ট কনফারেন্স হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার এর ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইম্পেরিয়েল কলেজের প্রিন্সিপাল বিশিষ্ট লেখক মোঃ মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল ও অশোক কুমার দাশ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, বাসসের সাংবাদিক ডা: ছাদিক আহমদ, মানবজমিনের সাংবাদিক মাসুদ আহমদ, পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, সাংবাদিক আজাদুর রহমান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল হক ও কোরআন তেলাওয়াত করেন রাজনগর প্রতিনিধি মাছুম বকস মাহি। ইফতার মাহফিলে মৌলভীবাজার জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার এর প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউল ইসলাম শফির সম্পাদনায় বের হলেও তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশীর সম্পাদনায় পত্রিকাটি প্রতি রোববার বের হচ্ছে।