জেলা বিএনপির একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত, আরেক অংশের বুধবার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পবিত্র মাহে রামাদান উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির একাংশের ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। অপরদিকে আরেক অংশের বুধবার শহরতলীর রুমেল কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) শহরতলীর আমীর ইভেন্ট সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি আলহ্বাজ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগটনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির আহ্ববায়ক মুজিবুর রহমান মজনু, সাংগটনিক সম্পাদক মতিন বকস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ, পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ। এতে বিভিন্ন শাখার বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান জানান, আগামী ২৭ এপ্রিল ২০২২ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে স্থানীয় মোস্তফাপুর সড়কে অবস্থিত রুমেল কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন,
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোন্দল চরমে। কয়েকদিন আগেও তারা একই স্থানে বসে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন। অথচ পবিত্র রমজান মাসেও তারা দুই অংশে ইফতার মাহফিল করছেন। এর থেকে বিএনপিকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন তারা।