ইমজা মৌলভীবাজারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২২, ৯:৫০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনে ইমজা-মৌলভীবাজারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল রোববার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশন (ইমজার) সভাপতি এডভোকেট রাধা পদ দেব সজল, সাধারণ সম্পাদক বকশি মিছবাহ উর রহমান এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব আয়ুব আলী খান।