মৌলভীবাজারে চালু হলো ভারতের দেয়া কার্ডিয়াক অ্যাম্বুলেন্স
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২২, ১১:১৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে রোগী আনা-নেয়ায় জন্য কিলোমিটার প্রতি ১০ টাকা ভাড়ায় মিলবে অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। এখন থেকে কেউ চাইলে এটি ভাড়া দেওয়া হবে।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জানা যায়, ভারতীয় অত্যাধুনিক সুবিধা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি জটিল হৃদরোগীদের স্থানান্তরে সহায়ক হবে। রয়েছে হার্টরেইট পালস পেশার মনিটরিং ব্যবস্থা, হাইফ্লো অক্সিজেন, সাকার মেশিনসহ অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি। এর মধ্যে দুটি বাংলাদেশ-ভারতের পতাকাসংবলিত। অ্যাম্বুলেন্সের গায়ে লিখা ‘ফ্রম দ্য পিউপুল অব ইন্ডিয়া টু দ্য পিউপুল অব বাংলাদেশ।’ মানে ভারতের জনগণের পক্ষ থেকে এটি বাংলাদেশের জনগণকে দেওয়া।
এসময় সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ কে এম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
হাসপাতালের তত্বাবধায়ক ডা এ কে এম হুমায়ুন কবির বলেন, জটিল হৃদরোগীদের স্থানান্তরে অ্যাম্বুলেন্সটি অনেক সহায়ক হবে। এই অ্যাম্বুলেন্সে আছে হার্টরেইট পালস পেশার মনিটরিং ব্যবস্থা, হাইফ্লো অক্সিজেন, সাকার মেশিনসহ অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি যা রোগীকে যেকোনো হাসপাতালে স্থানান্তর সম্ভব। এই অ্যাম্বুলেন্সে এসব রোগীর মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে।
তিনি জানান, আমাদের সদরসহ উপজেলা হাসপাতাল আছে ৬০০ উপরে আগামীতে আরো আসবে। এখন আমরা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স পাবো। ভাড়াটা সাধারন অ্যাম্বুলেন্স মতোই কিলোমিটারপ্রতি ১০ টাকা। এখন থেকে কেউ চাইলে এটি ভাড়া দেওয়া হবে।