শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনে সংহতি জলসা ও ইফতার
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২২, ৫:৩১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শাহ্ ইয়াছিন ফাউন্ডেশন বাংলাদেশ এর শুভযাত্রা উপলক্ষে মৌলভীবাজারে সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল শুক্রবার শাহ্ ইয়াছিন লোক গবেষণা ও সেবা সংঘের আয়োজনে বক্তারা বলেছেন মরমি কবি ইয়াছিন শাহের গান কবিতা ও জীবনী অনাচারে নিমজ্জিত সমাজে আলোর বাহন হিসেবে কাজ করতে পারে। জীবনকে সহজ এবং সরলভাবে উদযাপন করে অতিবাহিত করা যায় তাঁর নমুনা তিনি রেখে গেছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান ও শাহ ইয়াছিন একাডেমির সভাপতি মো. আব্দুল মছব্বির এর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সরওয়ার আহমদ।
অনুষ্ঠানে শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন শাহ্ ইয়াছিন শাহের উত্তরসূরী শাহ্ মো. লুৎফুর রশীদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভ সূচনা করেন কবি শহীদ সাগ্নিক।
অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি মুজাহিদ আহমদ, কবি জাবেদ ভূঁইয়া, কবি জাহিদুল ইসলাম, উত্তরসূরী শাহ্ আমিনুর রহমান, সৈয়দ ওয়াহিদ আলী, কবি আতাউর রহমান পারভেজ, হুমায়ূন রশীদ, গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শেখ নাঈম দিপু, কবি রূপক মোহিন, শাহ্ ইয়াছিন সাহিত্য পরিষদের সভাপতি হিমু চৌধুরী, ফাউন্ডেশনকে ভূমিদাতা সৈয়দ ফাতেমান্নেছা প্রমুখ।
মহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা আরো বলেন, জীবন বুঝতে হলে শাহ ইয়াছিনের গান সহায়ক ভূমিকা রাখতে পারে।
সময়ের প্রয়োজনে শাহ্ ইয়াছিনের গানের বার্তা ভাবধারা ছড়িয়ে দিতে হবে।
শাহ্ ইয়াছিন লোক সংস্কৃতি সাহিত্য চর্চার গুরুত্ব আরোপিত করে সংগঠনের কার্যক্রম সব সময়ে গতিশীল রাখার আহ্বান জানান তারা।