মৌলভীবাজার পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
প্রেস রিলিজ::
বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, – মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। কুরআনের বিজয়ের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্য অটুট রেখে এদেশে ইসলামী জাগরন তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে।
২১ এপ্রিল, বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত “মাহে রমজানের তাৎপর্য”- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা সেক্রেটারী ইঞ্জিণিয়ার এম শাহেদ আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি মাওলানা আহমেদ ফারুক, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকবাল আহমদ চৌধুরী, শহর ছাত্রশিবিরের সভাপতি তারেকুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুস সামাদ প্রমুখ।
মাহফিলে দেশ-জাতির মঙ্গল ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তি-সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান।
প্রাণবন্ত এ ইফতার মাহফিলে শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক শত লোক উপস্থিত ছিলেন।