কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজারে ছাত্রদলের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২২, ১:৫৭ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদে সভাপতি পদে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক পদে সাইফ মাহমুদ জুয়েল নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে মৌলভীবাজার সরকারী কলেজ ও পৌর ছাত্রদল।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় শহরস্থ শাহ মোস্তফা কলেজ এর সামনে থেকে চৌমুহনী পয়েন্ট অতিক্রম করে সাইফুর রহমান সড়কস্হ ওয়েসটার্ন প্লাজার সামনে শেষ হয়।
মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা পৌর ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদ, ওয়ালিদ হোসেন, মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্ণব, হুমায়ুন, মুনিম, তায়েফ প্রমুখ।