কারাবন্দী সকল উলামায়ে কেরামকে দ্রুত মুক্তি দিন: মাওলানা রেজাউল করীম জালালী
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
এদেশের গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ গত এক বৎসর যাবত কারাবন্ধী সকল ওলামায়ে কেরামদের কে অবিলম্বে নিঃ শর্তে মুক্তি দিন।
১৭ রমজান ১৯ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরস্থ জামেয়া আরাবিয়ার কনফারেন্স হলে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন প্রবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে হামলা করে ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে তিনি বাংলাদেশ সরকারকে মসজিদুল আকসায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদ ও কুটনৈতিক তৎপরতা চালিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাও হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, সহ সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সদর উপজেলা সভাপতি মাওলানা ফয়জুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি মাওলানা ফেরদৌস আহমদ, ইসলামি ঐক্য জোট এর জেলা সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, জেলা মুজাহিদ কমিটির সভাপতি জনাব আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিস রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মুফতী রুহুল আমীন, রাজনগর উপজেলার সাংঘঠানিক সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সদর থানা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, সদর উপজেলা সহ সাধারণ মাওঃ এখলাসুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওঃ আব্দুল হান্নান, জেলা অফিস আব্দুল ওয়াজিদ, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহেল, জেলা বায়তুল মাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, সদস্য হুসাইন আহমদ, মাওঃ মিজানুর রহমান, মাওঃ জুবায়ের আহমদ, মাওঃ আল আমিন ফুয়াদ শাহ মিসবাহ মাওঃ কামাল আহমদ প্রমুখ।
এছাড়াও যুব মজলিস ও ছাত্র মজলিস নেত কর্মী সহ আরো স্থানীয় ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন ।