রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২২, ৭:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগরে লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামিল আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল ) উপজেলার কালার বাজার খেয়াঘাট সড়কের জোড়াপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার সময় দ্রুতগামী মোটরসাইকেলের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী জামিল আহমদ (২৫) গুরুতর আহত হন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জামিল আহমদ রাজনগর উপজেলার কান্দিগাও গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে।
রাজনগর থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।