মঙ্গলবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২২, ৫:৫২ অপরাহ্ণ
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৯ এপ্রিল) মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শহরতলীল বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।
যেসকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে- গীর্জাপাড়া ফিডারের একাটুনা, ইসলামপুর, কালারবাজার, কচুয়া, উত্তরমুলাইম, মল্লিকসরাই, খোজারগাও, বিরুইনাজ, নবীনগর, নারায়ণপুর এলাকায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় গাছের ডালপালা কাটা হবে।
এছাড়া টিসি মার্কেট এলাকায় বিদ্যুৎ লাইনের জাম্পার কাটা হবে। ফলে শহরতলীর চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই, সাবিয়া, বলিয়ারভাগ, ইসলামপুর, বাইপাস এলাকায় বিদ্যুৎ সরবাহ কিছুটা বিঘ্নিত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ব্যাপারে উল্লেখিত এলাকায় মাইকিং করা হয়েছে।