ইউএনওর আইডি হ্যাক করে প্রোফাইলে বিটিএস
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসারের (ইউএনও) অফিসিয়াল ফেসবুক প্রোফাইল হ্যাকড হয়ে গেছে। প্রোফাইলে সমালোচিত কোরিয়ার মিউজিক ব্যান্ডদল বিটিএস-এর ছবি আপলোড করে দিয়েছে হ্যাকাররা।
শুক্রবার (১৫ এপ্রিল) প্রোফাইল হ্যাকড হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন।
হ্যাকড হওয়া আইডিতে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও। এছাড়া আইডি থেকে অনাকাংখিত পোস্ট ছড়িয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সাবরিনা রহমান ফেসবুক টাইমলাইনে একটি ইংরেজি লেখা পোস্ট করেছেন। অনুবাদ করা ‘আমার দাপ্তরিক ফেসবুক ইউএনও মৌলভীবাজার সদর প্রোফাইল হ্যাকড হয়ে গেছে। দয়া করে প্রোফাইলে রিপোর্ট করুন। যদি কোনো অনাকাংখিত পোস্ট ছড়িয়ে থাকে সেজন্য দুঃখিত’।
হ্যাকড হওয়া আইডি ঘুরে দেখা গেছে প্রোফাইল ছবি হিসেবে কোরিয়ান সমালোচিত মিউজিক ব্যান্ডদল বিটিএস তারকার ছবি দেওয়া। কভার ফটোতেও বিটিএস-এর তারকাদের গ্রুপ ছবি রাখা হয়েছে।
এবিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা রহমান বলেন, প্রথমে দেখতে পান তার অজান্তেই একটি ছবি আইডিতে পোস্ট হয়। এরপর তিনি আর এই আইডিতে লগ-ইন করতে পারছিলেন না।আইডিটি উদ্ধারের চেষ্টা করছি। ফেসবুকে রিপোর্ট করে রেখেছি। সবাইকে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।