মৌলভীবাজারে ২৪ ঘন্টায় ৩০ জন ডায়রিয়া আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে ২৪ ঘন্টায় ত্রিশ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে চল্লিশ জনেরও বেশি লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ পূর্বদিককে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় মোট ডায়রিয়া আক্রান্ত রোগী ৩০ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। বিগত সাড়ে তিন মাসে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৩ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৩ জন। গড়ে দৈনিক ৪০ জনের বেশি আক্রান্ত হচ্ছেন।
সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। ঢাকার মতো পরিস্থিতি আমাদের এখানো তৈরি হয়নি। পর্যাপ্ত পরিমাণে স্যালাইন ও ঔষধ মজুত আছে। সাধারণ মৌসুম পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন।