কুলাউড়া সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় মো. ফয়জুর রহমান নামে এক বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় তাকে ধরে নিয়ে যায় তারা।
ফয়জুর কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। রাতে ফয়জুর তার আত্মীয়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দেওয়ার সময় টহলরত বিএএসফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে ফয়জুরকেও ধরে নিয়ে যায়।